Poem/কবিতা



Minhaj Shuvo

Roll No: 24109



I may not always contact you

But our distance makes me miss you

I  may not always stay in touch

But I care for you very much

I may not always say “Hi”

But I hope never to say “Good Bye”

I may not prove to be the perfect one for you

But I hope my love never fades to an end

Because I Love You












যেও না আমায় ভুলে আমি যে 13
ইয়াছিন আরাফাত বিপ্লব 


সকলেই চায় তার সুজনের মন হবে আকাশের মত অসীম
যে হবে রফিকের মত রক্তিম, সৌরভের মত সুরভিত
সে চায় মেহেদি রাঙা হাতে তার সুজনের জন্য
নবিন জীবনে নওশাদের মত ভাবতে
যে হবে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী
সে চায় সাথীকে নিয়ে আতিক (সম্মানিত) হয়ে থাকতে
খাইরুনের মত হেসে খেলে প্রভাত বেলায় আশরাফির ওই স্নিগ্ধ হাসি পেতে
সে চায় হাসান আমিনের মত নাড়া দিয়ে
ইভার হৃদয় একটু কেড়ে নিতে
ইব্রাহিম শত চেয়েও পায়নি তার সামিয়া আফসানাকে
সে চায় রক্তাক্ত প্রান্তর ছেরে DCCতে থাকতে
রাসেল চায় রুমির মত করে তার প্রিয়াকে সাজাতে
যে হবে স্বর্ণার মত স্বর্ণালি
বীথি চায় তার জীবনকে নতুন করে সাজাতে
তাইব চায় শুভর মত করে সবার মন জয় করতে
তাহসিন চায় তাহসানের মত গান গেয়ে মনিকা তানিয়াকে মনে রাখতে
আর লিতন চায় আজম খানের মত
গান গেয়ে সঙ্গীতের দুনিয়া কাঁপাতে।









      এ কেমন DCC
       ইয়াছিন আরাফাত বিপ্লব 


DCCতে যারা পড়ে তারা নাকি গাধা
এসব কথা বলে সবাই হয় হাসিতে আত্মহারা
সবাই বলে DCC  নাকি সবচেয়ে বড় জেল
মুক্ত থেকে তারা নাকি আমাদের দেখায় খেল
আমরা বলি ওহে বাছা থেকে আমরা শান্ত
খেল দেখাতে গিয়ে হও তোমরা ক্লান্ত
ছাত্রজীবন শেষ করে
তোমরা থাকো ব্যাঙের ছাতার তলে
আমরা তখন মনের সুখে
ঘুরি দেশ দেশান্তরে।
এরপরে তোমরা আসবে DCC এর তরে
বলবে নাও না ভাই একটু করুনা করে।
 













স্বপ্নের নায়িকা
এম. আকাশ



আমার হৃদয়ের যতটুকু জায়গা রয়েছে শূন্য,
আমার স্বপ্নের নায়িকা করবে অবশ্যই  পরিপূর্ণ।
স্বপ্নের নায়িকার রয়েছে সুন্দর দুটি আয়তলোচন,
আমার সব দুঃখ করবে মোচন।

আমার স্বপ্নের নায়িকা কিছুটা চেকনা,
তার রয়েছে পরীর মত দুটি পাখনা।
স্বপ্নের মধ্যে যখন দেখা দাও তুমি,
প্রেম সাগরে ডুবে থাকি আমি।

কোনদিন তোমাকে হারাইনি আমি,
চোখ বুঝলেই দেখা দাও তুমি।
যদিও হয় স্বপ্নের নায়িকার শতবছর পূর্ণ
চির সুন্দর হয়ে থাকবে শুধু আমার জন্য।












তোমার জন্য ভালবাসা

ফারজানা সাথী



অনেক খানি স্বপ্ন দিলাম
    মনটাকে সাজিয়ে নিও।
হরেক রকম রঙ দিলাম
    স্বপ্নটাকে রাঙিয়ে নিও।
এক আকাশ নীল দিলাম
    নীল আকাশে হারিয়ে যেও।
এক রাশ জোছনা দিলাম
   মনটাকে সাজিয়ে নিও।
এক বুক ভালবাসা দিলাম
    যত্ন করে রেখে দিও।








শুধু তুমি সুখে থাকো

      ফারজানা সাথী


হয়তো তোমায় পাবনা আমি
    চিরদিনের তরে,
হয়তো আমার ভালবাসা
    থাকবে পথে পড়ে।

স্বপ্ন আমায় দেখালে তুমি
    নয়ন দুটি ভরে-
এখন আমার দু চোখেতে
    অশ্রু কেবল ঝরে।

যদি জানতাম ভালবাসা
    শুধু কাঁদাতে জানে
কোনদিন বাসতাম না ভালো
    তোমায় মনে প্রানে।

দুঃখে আমি থাকি শোন
    কোন ক্ষতি নাই,
শুধু তুমি সুখে থাকো
    দোয়া করি তাই।








শুধুই অন্ধকার 
মাহবুব শুভ

বলি বলি করেও হলোনা বলা
আসি আসি করেও হলোনা কাছে আসা।
অবশেষে সন্ধ্যা নামে-
আমরা সবাই আবার ঘরে ফিরে যাই,
এতদিনের ভালোবাসা
আধারেই নিল পথ খুঁজে,
তুমি তোমার হালে
আর আমি দরিয়ার মাঝে...









    ফিরে এসো

     আতিক  চৌধুরী



জানি নীলিমার মত 
আমায় তুমি প্রতীক্ষায় রাখবেনা...
জেনো, শুষ্ক হৃদয় লয়ে,
তোমার আসায় দাঁড়িয়ে...
জানি একদিন তুমি আসবে...
কালের আবর্তনে তোমার জন্য রক্ষিত আসনে...

আমাকে তুমি প্লাবিত করবে
দগ্ধ মনে প্রশান্তি এনে দেবে।
জানিনা কি রূপ মুগ্ধ করেছিলে...
জানতেও চাইনি
শুধু জানি এবার প্রতীক্ষার
পালা তোমার তিরোধানের...







  

     বিরহের কান্না
  খাইরুন নাহার নিলিমা


আজ আমি অশ্রুসিক্ত
    নয়নও আজ আমায় সঙ্গ
        দিতে চাহিছে না
চাহিছে না ওরা নিজেরাও
        কষ্ট পেতে
এত অশ্রুসিক্ত করিয়াও যে
    আমার কষ্ট কমিতেছে না
তোমরা কি দেখিতেছ না?
হয়তোবা আমিও কোথাও ভুল করিয়াছি
    শুধু শুধু হৃদয়ের ব্যাথাটুকু
       নয়ন কেন নিবে?
জমে ওঠা কষ্টগুলো হৃদয়ের মধ্যে রেখে
    হৃদয়টার বেদনাটুকু ভোগ করুক
আজ আমার নয়ন তরে
    নেই কোন জলের ছোঁয়া
আজ শুধুই রহিয়া গিয়াছে
        বিরহের সেই হাহাকার......










           মা
   
   খাইরুন নাহার নিলিমা



মা তুমি ধরণীতে
        স্নেহের দাতা
তোমায় ছাড়া ধরণীর
        স্নেহের কোল শূন্য
এই শূন্যতা তো তোমার
    স্নেহ ছাড়া অন্য
        কিছু পুরন করতে পারে নাকো।
আজ তোমায় হারিয়ে মা
    বুঝতে পারি
        কি ছিলে তুমি
আর একবার ক্ষমা করে
    ফিরে এসো তুমি...
ফিরে এসো আমাদের কাছে
    তোমায় হারিয়ে আজ
রাতের আকাশকে প্রশ্ন করি
    তুমি কি পারোনা
        আমার মাকে আর একবার
                ফিরিয়ে দিতে?
তুমি কীভাবে চলে গেলে মা
        আমাকে রেখে
একবারও বুঝলে না
        তোমার স্নেহের স্পর্শ ছাড়া
আমি থাকব কীভাবে?
    বিধাতাকে আজ বার বার
       তাই বলি
আর একবারের জন্য
    ফিরিয়ে দাও
আর একবারের জন্য।







  ভালোবাসি

  আতিক  চৌধুরী





একদিন এসে দেখবে,
আমি মরে গেছি,
যন্ত্রণায় নয়,
কষ্টে. .

কখনোই
বুঝলে না তুমি এই
মনের কষ্টগুলো,
তাতে বিন্দু মাত্র
কষ্ট নেই আমার
সত্যি বলছি।।
জমে থাকা কষ্টগুলো খুব
কাদাঁয় আমাকে,
একটাই আফসোস,
কখনো দেখাতে পারবো না তোমাকে,
কতটা ভালোবেসেছি. . .







          শুধু তোমাকে

                  আতিক  চৌধুরী





তোমাকে ছাড়া বাঁচবোনা এ কথা আমি বলবনা,
আমি শুধু বলবো, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাইনা।
তোমাকে ছাড়া আমার জীবন অচল এ কথা আমি বলবনা,
আমি শুধু বলবো, তুমিহীনা আমার সময় যেন থমকে যায়।
তোমার জন্য চাঁদ-তারা এনে দেবো এ অবাস্তব স্বপ্ন আমি দেখাবনা,
আমি শুধু বলবো, আমার সবচেয়ে মূল্যবান সময়টুকু
আমি তোমাকে দিয়ে দিবো।
তোমার সব দুঃখ- কষ্ট আমি দূর করে দেবো এ কথা আমি বলবোনা,
আমি শুধু বলবো, আমার সব সুখ উজাড় করে হলেও
তোমার মুখে হাসি ফোটাবো।




 নীরব অভিমান

 আতিক  চৌধুরী


একদিন জানবে
হঠাৎ চলে গেছি পৃথিবী ছেড়ে
বুকভরা অভিমান নিয়ে
এই বুকের ভেতরে॥

কতটা দুঃখ হতাশা নিয়ে
জীবনটা দিয়েছি আমি কাটিয়ে
কেউ না জানুক
তুমি তো জানো ভালো করে॥

তুমি তো জানো কার কারণে
এতটা অসুখী আমি এই জীবনে
কতটা কষ্টে
জীবন দিয়েছি পার করে॥






No comments:

Post a Comment